ববি’তে ডিন নিয়োগের দেড় ঘণ্টা পর বাতিল, অসন্তোষ

ববি’তে ডিন নিয়োগের দেড় ঘণ্টা পর বাতিল, অসন্তোষ

৬ November ২০২৪ Wednesday ১২:৩০:৩৩ PM

Print this E-mail this


ক্যাম্পাস প্রতিনিধি:

ববি’তে ডিন নিয়োগের দেড় ঘণ্টা পর বাতিল, অসন্তোষ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) গত সোমবার বেলা তিনটার দিকে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন পদে দায়িত্ব দেওয়া হয় অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক জ্যোতির্ময় বিশ্বাসকে। দেড় ঘণ্টা পর সেই অফিস আদেশ পরিবর্তন করে বিকেল সাড়ে চারটার দিকে লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইশরাত জাহানকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

জানা গেছে, গত ২০ আগস্ট শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে তৎকালীন উপাচার্যের সঙ্গে ইশরাত জাহানও বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের প্রভোস্ট পদ থেকে পদত্যাগ করেছিলেন। এদিকে নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতা মানা হয়নি—এমন দাবি তুলে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।

প্রথমে দায়িত্ব পাওয়া জ্যোতির্ময় বিশ্বাস বলেন, বেলা তিনটায় ডিন হিসেবে চিঠি দেন রেজিস্ট্রার। এর পরিপ্রেক্ষিতে তিনি দায়িত্বও গ্রহণ করেন। কিন্তু বিকেল সাড়ে চারটায় ওই আদেশ বাতিল করে ইশরাত জাহানকে দায়িত্ব দেওয়া হয়। তাঁকে রেজিস্ট্রার ডেকে বলেছেন, ভুল হওয়ায় দায়িত্ব বাতিল করা হয়েছে। তিনি বলেন, অস্বস্তি লাগছে। কারণ, অনেকে ফোন দিয়েছেন, অথচ পরে বাতিল হলো।

সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সাদেকুর রহমান বলেন, সামাজিক বিজ্ঞান অনুষদের মধ্যে দ্বিতীয় জ্যেষ্ঠ শিক্ষক তিনি। আগের ভিসিদের ক্ষেত্রে ওই অনুষদের সিনিয়র শিক্ষকদের ডিনের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু নিয়োগ পাওয়া ইশরাত জাহান আমার কনিষ্ঠ। আক্ষেপ করে সাদেকুর বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে যিনি পদত্যাগ করেছিলেন, তাঁকেই আবার দায়িত্ব দেওয়া হলো।’

এ বিষয়ে রেজিস্ট্রার মনিরুল ইসলাম বলেন, ‘আদেশটি ভুল হওয়ায় বাতিল করেছি। সিনিয়রিটি হিসেবে যিনি পান, তাঁকে দায়িত্ব দিয়েছি।’ তিনি বলেন, আইনে বলা আছে, বিভিন্ন বিভাগে পালাক্রমে যিনি সিনিয়র, তিনিই হবেন ডিন।

তবে রেজিস্ট্রার স্বীকার করেন, বিগত সময়ে উপাচার্যরা অন্য বিশ্ববিদ্যালয়কে অনুসরণ করেছেন, বর্তমান উপাচার্য তা করেননি। মনিরুল বলেন, ‘আসলে উপাচার্য স্যাররা তো সবকিছু চাইলে পারেন।’ 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সদস্য এবং সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, ‘৫ আগস্টের পর আন্দোলনে তৎকালীন উপাচার্য এবং তাঁর সঙ্গে যাঁরা পদত্যাগ করেছেন, সবাই আওয়ামী লীগের দোসর। এই পদত্যাগকারীদের এখন নানা পদ দিয়ে ববিতে পুনর্বাসন করা হচ্ছে। সোমবার দেখলাম, একজনকে ডিন পদে ববি প্রশাসন দায়িত্ব দিয়েছে। আমরা এ বিষয়গুলো নেতিবাচকভাবে মূল্যায়ন করছি। অচিরেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এসব বিষয়ে সিদ্ধান্ত নেবে।’ 

এ বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে ফোন দেওয়া হলেও তিনি সাড়া দেননি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts