বন্যায় ২৩৭ বিদ্যালয়ের কোটি টাকার ক্ষতি

বন্যায় ২৩৭ বিদ্যালয়ের  কোটি টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টার
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে টানা ২০ দিন সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। ফলে সুনামগঞ্জের সাতটি উপজেলার ৩৮২টি বিদ্যালয় প্লাবিত হয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায়।
কিন্তু গত কয়েক দিন ধরে নদ নদীর পানি কমতে থাকায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। ইতোমধ্যে আশ্রয় কেন্দ্র থেকে মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন। সচল হয়েছে জেলা শহরের সাথে ছাতক ও তাহিরপুর উপজেলা যোগাযোগ। খুলতে শুরু করেছে বিভিন্ন উপজেলায় বন্যায় প্লাবিত হওয়া শিক্ষা প্রতিষ্ঠান। তবে বন্যার পানি কমলেও ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে সুনামগঞ্জের ৭ উপজেলার ২৩৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের। অনেক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বসার ব্রেঞ্চ, বিদ্যালয়ের আসবাবপত্র, বাথরুম এবং খেলার মাঠের ব্যাপক ক্ষতি হয়েছে।
সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সূত্রে জানা যায়, বন্যায় সুনামগঞ্জের সাতটি উপজেলায় ৩৮২ প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হয়। যার মধ্যে ২৩৭ টি বিদ্যালয়ের ব্যাপক ক্ষতি হয়েছে। টাকার পরিমানে যা ৮৮ লাখ ২৭ হাজার টাকা। তবে এই বন্যায় সব চেয়ে বেশি ক্ষতি হয়েছে ছাতক, দোয়ারাবাজার ও তাহিরপুর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের।
সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. শহীদুল হক বলেন, সুনামগঞ্জে অকাল বন্যায় আমার বিদ্যালয়ে ভিতরে পানি প্রবেশ করে বিদ্যালয়ের ব্যাপক ক্ষতি হয়েছে। শিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠে চলাফেরা ও খেলাধুলা করতে পারছে না। শুধু তাই নয় বন্যার কারণে যে বিদ্যালয়ের পাঠদান বন্ধ হয়ে শিক্ষার্থীদের পড়া লেখায় যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠা আমাদের জন্য অনেক কষ্টদায়ক হয়ে উঠবে।
জগাইর গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফৈরদৌস আরা বলেন, আমাদের বিদ্যালয়ে অফিস রুমে পানি ঢুকে যাওয়ায় আমরা বিদ্যালয়ের প্রয়োজনীয় আসবাপত্র বিদ্যালয়ের দু’তলায় উঠিয়ে নিয়ে গেছি। তারপরও বিদ্যালয়ে চেয়ার-টেবিলের অনেক ক্ষতি হয়েছে। শুধু তাই নয় বিদ্যালয়ের শিশু শ্রেণীর ব্যাপক ক্ষতি হয়েছে।
সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুর রহমান বলেন, সুনামগঞ্জে বন্যার পরিস্থিতি উন্নতি হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসছে। তবে বন্যার পানিতে ২৩৭ টি বিদ্যায়লের ক্ষতি হয়েছে। আমরা সেগুলো উর্দ্ধোধন কতৃপক্ষকে জানাব।

Explore More Districts