সিলেট-সুনামগঞ্জের মানুষ যখন বন্যায় সীমাহীন দুর্ভোগে, তখন তাদের পাশে না দাঁড়িয়ে মিথ্যাচার করছে বিএনপি। এমন অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
শুক্রবার (২৪ জুন) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বন্যার্তদের ত্রাণ সহায়তা হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। বলেন, দেশের প্রত্যেকটি দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় আওয়ামী লীগ। বিএনপির আমলে দুর্যোগকবলিত মানুষকে বরাবরই অবহেলা করা হয়েছে।
তথ্যমন্ত্রী আরও বলেন, সিলেটের স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে যথাসময়ে দাঁড়িয়েছে সরকার। প্রধানমন্ত্রীর সময়োপযোগী সিদ্ধান্তে ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে সিলেটবাসী।
আরও পড়ুন: সারাদেশের মানুষ দুর্যোগে হাহাকার করছে অন্যদিকে সরকার উৎসবে মেতেছে: ফখরুল
/এম ই