বন্যাকবলিত জেলাগুলোতে শুকনা খাবার ও বিশুদ্ধ পানির অভাব
- আপডেট টাইম : আগস্ট, ২৩, ২০২৪, ৬:২২ অপরাহ্ণ
- 13 পড়েছেন
নারায়ণগঞ্জ প্রতিদিন রিপোর্ট:
কয়েকদিন ধরে দেশের ১১ টি জেলায় আকস্মিক বন্যায় চরম ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছেন সাধারন মানুষ। এসব জেলাগুলোতে ব্যাপক সংকট রয়েছে শুকনা খাবারের ও বিশুদ্ধ পানি। এদিকে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌ-বাহিনী ও বৈশম্যবিরোধী ছাত্র সমাজ সহ দেশের বিভিন্ন পর্যায়ের মানুষ সেখানে কাজ করছেন। এদিকে স্থানীয় নদীগুলোর বাঁধ ভেঙ্গে পানি লোকালয়ে প্রবেশ করায় অর্ধকোটি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এসব জেলাগুলোর মানুষজন ব্যাপক খাদ্যাভাবে রয়েছেন। পর্যাপ্ত শুকনা খাবার ও বিশুদ্ধ পানি সংকট বলে জানিয়েছেন একাধীক সংস্থা। তবে স্বেচ্চাসেবীরা কিছুটা চিাহিদা মেটালেও এখনও চরমাভাবে শুকনা খাবার ও বিশুদ্ধ পানির চাহিদা রয়েছে বলে জানান স্থানয়িরা।