বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিকেল চারটার দিকে ফাহিমা এক বন্ধুকে ভিডিও কলে রেখেই গলায় ফাঁস দেন। পুলিশ তাঁর মুঠোফোন থেকে এমন আলামত পেয়েছে।’
সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন প্রথম আলোকে বলেন, নোবিপ্রবির ছাত্রীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ঘটনার সময় তাঁর মুঠোফোনে ভিডিও কল চালু ছিল। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।