বন্দর এলাকায় রাজনৈতিক মিছিল-সমাবেশ নিষিদ্ধ – দৈনিক আজাদী

বন্দর এলাকায় রাজনৈতিক মিছিল-সমাবেশ নিষিদ্ধ – দৈনিক আজাদী

চট্টগ্রাম বন্দরের আমদানী-রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন ও নিরবচ্ছিন্ন রাখতে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যে কোন রাজনৈতিক দলের মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ইত্যাদি নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সিএমপি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আগামী ১১ অক্টোবর থেকে পরবর্তী ৩০ দিন পর্যন্ত সকল রাজনৈতিক দলের এই জাতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, রাজনৈতিক সভা সমাবেশের কারণে বন্দর এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে করে ব্যহত হয় বন্দরের আমদানী রপ্তানি কার্যক্রম। বন্দরের এই সেবা নিরবচ্ছিন্ন রাখতে আগামী ১১ অক্টোবর থেকে পরবর্তী ৩০ দিন পর্যন্ত রাজনৈতিক সভা-সমাবেশ ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে।

Explore More Districts