- আড়াইহাজার, নারায়ণগঞ্জ, শহরের বাইরে
- আড়াইহাজারে পানিতে ডুবে দুই মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু
বন্দরে মাদক বিরোধী কথা বলায় ইসলামী আন্দোলনের নেতাকে কুপিয়েছে সন্ত্রাসীরা
- আপডেট টাইম : জুলাই, ২, ২০২৫, ১১:১৮ অপরাহ্ণ
- 152 পড়েছেন
নারায়ণগঞ্জ প্রতিদিন: :
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪নং ওয়ার্ড ও বন্দর থানাধীন আমিরাবাদ এলাকায় মাদক বিরোধী কথা বলায় স্থানীয় মাদক কারবারি ও সন্ত্রাসী সুজনের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বন্দর উত্তর থানার সভাপতি আব্দুল্লাহ আল মামুনের উপর হামলা এবং কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা অভিযোগ পরিবারের।
বুধবার রাতে বন্দরের আমিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে । পরে আহতকে উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি ভিত্তিতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গুরুতর আহত মামুনের ছোট ভাই রাজু জানায়, উক্ত এলাকায় দীর্ঘদিন যাবত মাদক কারবারি করে আসছে সুজন বাহিনী । মাদকের বিরুদ্ধে আমার ভাই প্রতিবাদ করায় সুজন ও তার সন্ত্রাসী বাহিনী বুধবার রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার চেষ্টা করে । আমরা এই ভয়ঙ্কর সন্ত্রাসীদের কঠোর শাস্তির দাবি জানাই।
এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী নারায়ণগঞ্জ প্রতিদিনকে জানান, মাদক কারবারির বিরুদ্ধে প্রতিবাদ করায় আবদুল্লাহ আল মামুন নামের একজন ইসলামী আন্দোলনের নেতার উপর হামলা চালিয়েছে । আমরা ঘটনাস্থলে আছি এবং যারা হামলা চালিয়েছে তাদেরকে গ্রেফতারে অভিযান চলছে ।