- নারায়ণগঞ্জ, শহরের বাইরে, সিদ্ধিরগঞ্জ
- সিদ্ধিরগঞ্জে কিশোর হত্যা : চারজন গ্রেফতার
বন্দরে পিতা ও ভাইদের মারধরে অপর ভাই খুন, আটক মা
- আপডেট টাইম : জুন, ২, ২০২৫, ৭:৩৫ অপরাহ্ণ
- 11 পড়েছেন
বন্দর প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দরে পারিবারিক কলহের জেরে পিতা সহ অপর দুই ভাইয়ের প্রহারে মো. আজিম (৪৫) নামে অপর এক ভাইয়ের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
সোমবার (২ জুন) সকাল ৮ টার দিকে উপজেলায় দক্ষিণ ঘারমোড়া নাজিরা পট্রি এলাকায় এই ঘটনা ঘটে। এসময় নিহত আজিমের স্ত্রী দিবা বেগম (৩৫)আহত হয়েছেন। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মাকে আটক করেছে বন্দর থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধের চলছে আজিমের পিতা দিদার ও দুই ভাই আনোয়ার ও মোহাম্মদ আলীর। এই ধারাবাহিকতায় সোমবার সকালে সংঘবদ্ধভাবে আজিমের ওপর হামলা চালান। হামলার সময় গলায় ফাঁস দেওয়া হয় এবং পরে বুকের ওপর ইট দিয়ে আঘাত করা হয়। ফলে ঘটনাস্থলেই আজিমের মৃত্যু হয়। এ সময় বাধা দিতে গিয়ে আহত হন তার স্ত্রী দিবা বেগম।
সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত পিতা দিদার এবং দুই ভাই এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা ঘটনার তদন্ত করছি এবং দ্রুত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।