- নারায়ণগঞ্জ, শহরের বাইরে, সোনারগাঁও
- র্যাব-১১’র অভিযানে ফেন্সডিল সহ আটক ৩
বন্দরে নবীজিকে নিয়ে কটুক্তি করায় শ্রমিক অবরুদ্ধ
- আপডেট টাইম : ফেব্রুয়ারি, ২০, ২০২৫, ২:০৬ পূর্বাহ্ণ
- 30 পড়েছেন
নারায়ণগঞ্জ প্রতিদিন:
নারায়ণগঞ্জের বন্দরে মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে কটুক্তি করার অপরাধে অমিত্তা সাহাধর (৪২) নামের এক এক ব্যক্তিকে অবরুদ্ধ করে রাখে সহকর্মিরা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রকাশ্যে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তি করার অপরাধে অমিত্তা সাহাধর (৪২) নামে এক শ্রমিককে কয়েকঘন্টা অবরুদ্ধ রাখে একই প্রতিষ্ঠানে চাকুরিরত অন্যান্য শ্রমিকরা। রাতে বন্দর থানাধীন সোনাকান্দাস্থ নৌবাহিনী ডকইয়ার্ড ভেতরে এ ঘটনাটি ঘটে। পরে বিষয়টি বন্দর থানা পুলিশকে অবগত করলে খবর পেয়ে পুলির্শ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অমিত দাস নৌবাহিনী হেফাজতে রয়েছে বলে জানা গেছে।