- নারায়ণগঞ্জ, শহরের বাইরে, সিদ্ধিরগঞ্জ
- সিদ্ধিরগঞ্জে অপারেশন ডেভিল হান্টের অভিযানে গ্রেফতার ৩
বন্দরে ডেভিল গ্রেফতারের একদিন পর এলাকায় !
- আপডেট টাইম : ফেব্রুয়ারি, ২২, ২০২৫, ৩:৪৪ অপরাহ্ণ
- 132 পড়েছেন
নারায়ণগঞ্জ প্রতিদিন :
নারায়ণগঞ্জের বন্দরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন মাসুমের পরের দিন জামিনে মুক্তি পাওয়া নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃস্টি হয়েছে। গত ১০ ফেব্রুয়ারী তিনগাও থেকে তাকে আটক করে বন্দর থানা পুলিশ। পরে ১১ ফেব্রুয়ারী মাসুমকে আদালতে পাঠানো হলে সে ১২ ফেব্রুয়ারী এলাকার ফিরে আওয়ামীলীগ নেতাদেরকে গ্রেফতার থেকে বাচতে থানা পুলিশের সাথে নাকি তার কথা হয়েছে এমন তথ্যে হতবাক সাধারন মানুষ। জামিনে বেরিয়ে সে বিভিন্ন ষড়যন্ত্র করছে এবং শোডাউন দিচ্ছে বলেও জানা গেছে।
গোপনসূত্রে জানা গেছে, আলমগীর হোসেন বন্দর থানাধীন তিনগাও এলাকার সাহাব উদ্দিন সরদারের পুত্র। সে সাবেক আওয়ামী লীগ সরকারের শাসনামলে বন্দর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও বন্দর ইউনিয়ন শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি হিসেবে দায়ীত্ব পালন করেছে। ওই সময় সে উক্ত এলাকায় প্রভাব বিস্তার, বিরোধীদল দমন, জমি দখল, মাদকের শেল্টারদাতা সহ বিভিন্ন অপকর্ম করেছে বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, সে যে ওই মামলায় জামিনে আছে তার আমরা জানতাম না। আদালতে পাঠানোর পর সে জামিনে মুক্ত হয়েছে। তবে এলাকায় এসে যে শোডাইন দিচ্ছে এরকম তথ্য নেই।