- নারায়ণগঞ্জ, শহর
- ঈদের একদিন আগেই পশুর হাট ফাকা : গরুর পরিবর্তে কিনলেন ছাগল
বন্দরে জোড়া খুন : সাবেক কাউন্সিলর হান্নান সহ গ্রেফতার ৪
- আপডেট টাইম : জুন, ২৬, ২০২৫, ১:২৬ পূর্বাহ্ণ
- 149 পড়েছেন
নারায়ণগঞ্জ প্রতিদিন: :
নারায়ণগঞ্জের বন্দরে জোড়া খুনের মামলায় সাবেক কাউন্সিলর হান্নান সরকার সহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বন্দর থানার হত্যা মামলার মূল আসামিসহ ৪ জন আসামি গ্রেফতার এবং আলামত সুইচ গিয়ার উদ্ধার করা হয়েছে ।
বন্দর থানাধীন বন্দর রেল-লাইন হাফেজীবাগ ও সালেহনগর এলাকায় আধিপত্য ও বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সাবেক কাউন্সিলর হান্নান সরকার, বাবু শিকদার ও সাবেক কাউন্সিলর আবু কায়ছার আশা গ্রুপের জাফর-রনিদের মধ্যে দীর্ঘদিন যাবৎ শত্রুতা চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ২১ জুন ২০২৫খ্রিঃ(শনিবার) রাত আনুমানিক ৮-৯ টার মধ্যে আব্দুল কুদ্দুস (৬০), পিতা-মৃত সাদেক আলী, সাং-হাফেজীবাগ, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জকে ১। বাবু ওরফে জুয়ারি বাবু (৪০), পিতা- চাঁন মোহাম্মদ, ২। হান্নান সরকার (৬০), পিতা- মৃত আশ্রাফ আলী সরকারসহ কতিপয় দুর্বৃত্তকারী চাকু দিয়ে উপর্যুপুরি আঘাত করে হত্যা করে। এই হত্যাকাণ্ডে ভিকটিম আব্দুল কুদ্দুসের স্ত্রী রোকসানা বেগম এজাহারনামীয় ১৩ জন আসামিসহ অজ্ঞাতনামা ২০/৩০ জনের নামে বন্দর থানার মামলা নং-৩৯, তাং-২৩/০৬/২০২৫ খ্রিঃ, ধারা-১৪৩/৩৪১/৩০২/১১৪/৩৪ পেনাল কোড রুজু করেন।
ঘটনার পরের দিন সকালে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার মহোদয়সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুপার মহোদয় দ্রুত আসামিদের গ্রেফতার করার জন্য নির্দেশ প্রদান করেন। তাঁর নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ মাঠে নামে। যার ফলশ্রুতিতে দ্রুততম সময়ের মধ্যে তদন্তে প্রাপ্ত ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়। এই হত্যাকাণ্ডের হুকুমদাতা সাবেক কাউন্সিলর হান্নান সরকার এবং হত্যাকাণ্ড ঘটানো দুর্বৃত্তকারী বাবু ওরফে জুয়াড়ি বাবুকে গ্রেফতার করতে তথ্য প্রযুক্তির সহায়তা নেয়া হয়।
অবশেষে অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) জনাব তারেক আল মেহেদী ও অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি) জনাব মোঃ সোহেল রানার তত্ত্বাবধায়নে তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) আব্দুল জলিল, এআই(নিঃ) টিপু সুলতান এবং জেলা গোয়েন্দা পুলিশের এসআই(নিঃ) মোঃ সোহেল মিয়া, এস আই(নিঃ) রুবেল মিয়াসহ সঙ্গীয় ফোর্স গাজীপুর জেলার টঙ্গী থানাধীন এরশাদনগরে অভিযান পরিচালনা করে অদ্য ২৬ জুন ২০২৫ খ্রিঃ আনুমানিক ভোর ৫.৩০ ঘটিকায় হুকুমদাতা ১. হান্নান সরকার(৬০) ২. বাবু ওরফে জুয়াড়ি বাবু(৪০) ‘দের গ্রেফতার করে। উক্ত আভিযানিক টিম সকাল আনুমানিক ০৭.৪৫ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামি ৩. জুনায়েদ (২৬) ও ৪. ফারদিন(২২), উভয় পিতা-হান্নান সরকার, সর্ব সাং- হাফেজীবাগ, থানা-বন্দর, জেলা- নারায়ণগঞ্জ’দের গ্রেফতার করে। অতঃপর হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করতে গ্রেফতারকৃত আসামি জুয়াড়ি বাবুকে নিয়ে বন্দর থানাধীন সাবেক কাউন্সিলর হান্নান সরকার এর বাসভবনের আঙ্গিনার ভিতরে”খাদিজাতুল কুবরা (রাঃ) মহিলা মাদ্রাসার উত্তরপাশ এবং ৫ তলা বিল্ডিং এর দক্ষিণপাশের সানশেডের টিনের ছাদ থেকে একটি রক্তমাখা সুইচ গিয়ার(চাকু) তার দেখানো মতে সাক্ষীদের উপস্থিতিতে অদ্য বিকেল ০৩.৪৫ ঘটিকায় জব্দ করা হয়। এজাহারনামীয় অন্যান্য আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।