চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা চট্টগ্রাম-১১আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। তবে তার ওপর কে বা কারা হামলা করেছে তা বিস্তারিত জানা যায়নি।
একটি ভিডিও ফুটেজে দেখা যায়, হুইল চেয়ারে বসা সাবেক এমপি লতিফকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এসেছেন কয়েকজন কারারক্ষী। এ সময় তিনি মাস্ক পরা ছিলেন। তার কপালের ডান পাশে ব্যান্ডেজ দেখা গেছে।
এ বিষয়ে বিস্তারিত জানতে কারাগারের সিনিয়র জেল সুপার মঞ্জুর হোসেনকে একাধিক বার কল করা হলেও তিনি সাড়া দেননি।