১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে মাধ্যমিক স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা, দোয়া ও ইফতারের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বড়লেখা শহর শাখা।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল ৪টায় বড়লেখা শহর সভাপতি হুমায়ুন কবির সাজুর সভাপতিত্বে ও সেক্রেটারি নোমান আহমদের সঞ্চালনায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে আয়োজিত অনুষ্ঠান শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন বড়লেখা শহর শাখার অর্থ সম্পাদক এমদাদুল হক এমাদ, স্কুল কার্যক্রম সম্পাদক মো. কলিম উদ্দিন, সাহিত্য সম্পাদক জাকির হোসেন, বড়লেখা পৌরসভা শিবিরের সভাপতি সাব্বির আহমদ, সেক্রেটারি ইফতেহাম মাহফুজ, অর্থ সম্পাদক নাহিদ আহমদ ও স্কুল প্রতিনিধি আদিব খান প্রমুখ।
এসময় প্রধান আলোচক ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি হুমায়ুন কবির সাজু বলেন, বদরের যুদ্ধ শুধু একটি সামরিক বিজয় ছিল না, এটি ছিল ঈমান, ত্যাগ ও আল্লাহর ওপর পূর্ণ আস্থার এক অনন্য পরীক্ষা। মাত্র ৩১৩ জন সাহাবির বিপরীতে হাজারো অস্ত্রসজ্জিত কুরাইশ বাহিনীর বিরুদ্ধে এই যুদ্ধ সংঘটিত হয়। কিন্তু আল্লাহর ওপর ভরসা, প্রিয়নবী (সা.)-এর অনুপ্রেরণা ও দ্বীনের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ বদরের ময়দানে বিজয় এনে দিয়েছিল। আজকের সময়েও আমাদের সেই চেতনা ও আত্মত্যাগ থেকে শিক্ষা নিতে হবে। সমাজে
ন্যায়বিচার ও ইসলামের শাশ্বত আদর্শ প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।পরে বদরের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এবং দেশের সার্বিক শান্তি, সমৃদ্ধি ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের করা হয়।