বদরুদ্দীন উমরের চিন্তা টিকিয়ে রাখতে হবে

বদরুদ্দীন উমরের চিন্তা 
টিকিয়ে রাখতে হবে

আলোচনার সূচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বদরুদ্দীন উমর একজন অসাধারণ মানুষ ছিলেন, অনেক ক্ষেত্রেই তিনি ছিলেন অদ্বিতীয়। সমাজে যেসব মানবিক দুর্বলতার বিষয় থাকে, তাঁকেও সেসব আক্রমণ করেছিল। কিন্তু তাঁকে পথচ্যুত করতে পারেনি। তিনি ভীত হননি, রাষ্ট্রীয় সন্ত্রাসের মধ্যে থেকেও সন্ত্রস্ত হননি। সম্মান, পুরস্কারের মোহ তাঁকে স্পর্শ করেনি।

বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেন, বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক উভয় ক্ষেত্রেই বদরুদ্দীন উমরের অবস্থান থাকবে অনেক উঁচু স্তরে। থাকবেন শ্রদ্ধার জায়গায়। সারা জীবন তিনি যে আদর্শের জন্য সংগ্রাম করে গেছেন, সেখানে কখনো আপস করেননি।

গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ বদরুদ্দীন উমরের সঙ্গে তাঁর দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতার স্মৃতিচারণা করেন। তিনি বলেন, ‘আমরা যদি ইতিহাসের অনুসন্ধান, সাম্রাজ্যবাদের ভূমিকা, বিপ্লবী আন্দোলনের পরিস্থিতি, রাজনীতিতে সংস্কৃতির ভূমিকা ও বুদ্ধিবৃত্তিক চর্চার বিষয়গুলো বুঝতে চাই, তবে অবশ্যই বদরুদ্দীন উমরের কাছে আসতে হবে। অনিবার্যভাবে তাঁর রচনা পাঠ করতে হবে।’
বাসদের উপদেষ্টা খালেকুজ্জামান ভূঁইয়া বলেন, বদরুদ্দীন উমরের প্রয়াণে অন্ধকার ঘরে একটি প্রজ্বলিত আলো নির্বাপিত হয়েছে।

Explore More Districts