বড়লেখা সীমান্তে ১২ জন রোহিঙ্গাকে পুশইন করলো বিএসএফ

বড়লেখা সীমান্তে ১২ জন রোহিঙ্গাকে পুশইন করলো বিএসএফ

বড়লেখা সীমান্তে ১২ জন রোহিঙ্গাকে পুশইন করলো বিএসএফ

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ১২ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (১৩ জুন) রাত ৯ থেকে মধ্যে রাত পর্যন্ত উপজেলার লাতু সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়।

স্থানীয়দের সহযোগীতায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লাতু বিওপির টহল বাহিনী বিএসএফের পুশইন করা ১২ ব্যক্তিকে আটক করেছে। আটকদের মধ্যে ৭ শিশু, ১ জন পুরুষ এবং ৪ জন নারী রয়েছেন। শনিবার (১৪ জুন) বিকেলে বিজিবি-৫২ ব্যাটালিয়ন বিষয়টি নিশ্চিত করেছে।

আটককৃতরা হলেন- সায়েরা খাতুন (৬০), মারিয়া খাতুন (৫০), নূর খাতুন (৩০), মোঃ তারুক (১৮), মোঃ রফিক (১২), মোঃ হোসেন (১০), মোঃ হারেশ (৭), নূর হাবিবা (০৬), মোঃ আয়াশ (০৪), সুমিয়া (১০), রমেদা খাতুন (২০), রাশেদা বেগম (৫)। এদের আটক করে পরিচয় শনাক্তের পর আজ থানায় সোপর্দ করে বিজিবি ৫২ ব্যাটালিয়ন। এরা সবাই রোহিঙ্গা মুসলমান।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টা থেকে মধ্যে রাত পর্যন্ত অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে উপজেলার লাতু বিজিবি বিওপি এলাকার সীমান্ত দিয়ে অবস্থান নেয় রোহিঙ্গারা। তখন তাদের গতিবিধি সন্দেহ করে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা সবাই কক্সবাজার জেলার উখিয়া থানার বালুখালী শরনার্থী ক্যাম্পের বাসিন্দা। এরা সবাই রোহিঙ্গা মুসলমান।

এর আগে শুক্রবার ভোরে নিউ পাল্লাথল বিওপির টহল বাহিনী বিএসএফের পুশইন করা ১৩ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। এদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন মহিলা ও ৬ শিশু রয়েছে। তাদের পরিচয় শনাক্ত করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি ও স্থানীয় জনসাধারণের কড়া নজরদারি সত্ত্বেও বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন অব্যাহত থাকায় সীমান্তে থামছে না উৎকণ্ঠা। বড়লেখা সীমান্তের বিভিন্ন রুট দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে এই ১২ জনসহ মোট ২৯৭ জনকে আটক করলো বিজিবি। বিএসএফ সীমান্ত পেরিয়ে বাংলাদেশ অভ্যন্তরে তাদেরকে ঠেলে দিয়েছিল।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফ জানান, বিজিবির চোখ ফাঁকি দিয়ে ঝুঁকিপূর্ণ সীমান্ত দিয়ে অবৈধ বাংলাদেশিদের পুশইন অব্যাহত রেখেছে বিএসএফ। শুক্রবার ভোরে পাল্লাথল বিওপির টহল দল সীমান্ত এলাকা থেকে ১৩ জন ও মধ্যে রাতে ১২ জনকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা সবাই কক্সবাজার জেলার উখিয়া থানার বালুখালী শরনার্থী ক্যাম্পের বাসিন্দা। শরনার্থী ক্যাম্পের সাথে আমাদের যোগাযোগ প্রক্রিয়া হয়েছে। যাছাই-বাছাই শনাক্ত হওয়ার পর তাদের আজ সকালে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম সরকার জানান, বিএসএফের পুশইন করা ১২ ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করেছে বিজিবি-৫২ ব্যাটালিয়ন।

আটক ব্যক্তিরা সবাই কক্সবাজার জেলার বালুখালি শরনার্থী ক্যাম্পের বাসিন্দা। বিএসএফ তাদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম করিয়ে বাংলাদেশে ঠেলে দিয়েছে, যা আন্তর্জাতিক নিয়ম ভঙ্গের শামিল। আটকদের ব্যাপারে যথাযথ পক্রিয়া গ্রহণ করা হবে।

ডিএস/আরএ

Explore More Districts