‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ সরকার নির্ধারিত এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ উপলক্ষে অক্টোবর মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার দুই জন নেতৃবৃন্দের স্বেচ্ছায় রক্তদান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) বেলা ২টায় মাসব্যাপী কর্মসূচীর তৃতীয় দিনে বড়লেখা পৌর শহরের হলি লাইফ স্পেশালাইজড (প্রাঃ) হসপিটালে রক্তশুন্যতা জনিত দুই জন রোগীকে মানবিক কল্যাণে (স্বেচ্ছায় ও পজেটিভ O+) রক্তদান করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার পৃষ্টপোষক বাকের আহমদ এবং একই সময়ে (এ পজেটিভ A+) রক্তদান সম্পন্ন করেন কার্যনির্বাহী সদস্য মিরাজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য বিপুল কান্তি দাস, সাংবাদিক সুলতান আহমদ খলিল, নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, উদযাপন কমিটির আহবায়ক আব্দুল আজিজ, সদস্য শাকিল আহমদ, ছায়দুল আহমদ প্রমুখ।
নিসচা বড়লেখা উপজেলা শাখার পৃষ্টপোষক বাকের আহমদ ও কার্যনির্বাহী সদস্য মিরাজুল ইসলাম স্বতঃস্ফূর্তভাবে তারা মানবিক কর্মকান্ডে অব্যাহত রয়েছেন সেজন্য তাদের প্রতি রক্তিম শুভেচ্ছা ও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছে নিসচা বড়লেখা উপজেলা শাখা।
উল্লেখ্য, নিসচা বড়লেখা উপজেলা শাখা সামাজিক-মানবিক, স্বেচ্ছাসেবী ও জনসচেতনতামূলক কর্মকাণ্ডসহ সড়ক দুর্ঘটনারোধে জনস্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
নিসচা একটি জনপ্রিয় বৃহৎ জাতীয় সামাজিক সংগঠন শুধু সড়ক নয় তার পাশাপাশি নিসচার কর্মীবৃন্দ প্রতিনিয়ত সামাজিক-মানবিক, স্বেচ্ছাসেবী, সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। জনস্বার্থে নিসচার বিভিন্ন কার্যক্রম অব্যহত রয়েছে এবং কার্যক্রমকে আরও তরান্বিত করতে নিসচা নেতৃবৃন্দরা সকলের প্রতি আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন