বড়লেখায় বিষপানে তরুণীর আত্মহত্যা

বড়লেখায় বিষপানে তরুণীর আত্মহত্যা

বড়লেখায় বিষপানে তরুণীর আত্মহত্যা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের রাঙ্গাউটি গ্রামের অনি বিশ্বাস (১৮) নামে এক তরুণী বিষপানে আত্মহত্যা করেছেন। সোমবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে তিনি বিষ পান করেন।

পরিবারের সদস্যদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে যান এবং অনি বিশ্বাসকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাকে জুড়ী সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।

মৃত তরুণীর বাবা জুতিস বিশ্বাস বলেন, আমরা হঠাৎ তার ঘর থেকে চিৎকার শুনতে পাই। গিয়ে দেখি, সে বিষ খেয়ে শুয়ে আছে এবং নড়াচড়া করছে। দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। এদিকে এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রেম ঘটিত কারণে অনি বিশ্বাস আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে পুলিশের তদন্তের মাধ্যমে সবকিছু বেরিয়ে আসবে।

জুড়ী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আবু নোমান সিদ্দিকী বলেন, রাত ৮টা ৩০ মিনিটে তাকে হাসপাতালে আনা হয়। আমরা পরীক্ষা করে দেখি, তিনি মৃত অবস্থায় রয়েছেন। তার মুখে বিষের গন্ধ পাওয়া গেছে, যা বিষপানের প্রমাণ দেয়।

জুড়ী থানার এসআই সুধীপ্ত সূত্রধর বলেন, সে বিষপানে মারা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কাশেম সরকার দুপুরে বলেন, মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। আত্নহত্যার কোন সত্যতা এখনও নিশ্চিত করা যায়নি।

ডিএস/আরএ

Explore More Districts