জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে যানজট নিরসনে সড়ক শৃঙ্খলা কার্যক্রম ও সচেতনতামূলক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বড়লেখা পৌর শহরের উত্তর বাজার থেকে দক্ষিণ বাজার পর্যন্ত প্রখর রোদের মধ্যেও যানজট নিরসনে সড়ক শৃঙ্খলা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, কার্যনির্বাহী সদস্য জমির উদ্দিন, আব্দুল হামিদ, শাহাব উদ্দিন, জাকারিয়া আহমদ, ছায়দুল আহমদ, সাহেদ আহমদ পাবেল প্রমুখ।
এছাড়াও বড়লেখা থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ, ট্রাফিক পুলিশ বাবু বিপ্লব, বিল্লাল হোসেন, হাদিকুল ইসলাম এবং কমিনিউটি পুলিশ আদম আলী, সঞ্জয়সহ প্রশাসনের অন্যান্য সদস্য সড়ক শৃঙ্খলা কার্যক্রমে অংশগ্রহণ করেন।
এসময় উপজেলা প্রশাসন ও নিসচার যৌথ প্রচেষ্টায় সড়ক শৃঙ্খলা এবং যানজট বিহীন থাকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল মুবারক র্যালী নির্বিঘ্নে সম্পন্ন হয়।
অতি গরম ও প্রচন্ড তাপমাত্রার মধ্যে নিসচা বড়লেখা উপজেলা শাখার কার্যক্রমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও সাধুবাদ জ্ঞাপন করেন বিভিন্ন মহলের ব্যক্তিবর্গ। এছাড়াও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুবারক র্যালীর আয়োজক কমিটির নেতৃবৃন্দ। তাঁরা বলেন, অতি গরমে ও প্রচন্ড দাবদাহের মাঝে আজ দীর্ঘ সময় যানজট নিরসনে নিসচার সড়ক শৃঙ্খলা কার্যক্রমের জন্য আমরা নির্বিঘ্নে র্যালী সম্পন্ন করেছি। যেখানেই সমস্যা, সেখানেই তরিৎ গতিতে হাজির হয় নিসচার সড়ক যোদ্ধারা যা আমরা অতিথের ন্যায় বর্তমানেও দেখছি। নিসচার সামাজিক, মানবিক, স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন কার্যক্রম প্রশংসার দাবি রাখে এই সংগঠনের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও শুভকামনা রইলো।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন