বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের বড়লেখায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ জুন) বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসে ছাত্রশিবির বড়লেখা শহর শাখার উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বড়লেখা শহর সভাপতি হুমায়ুন কবির সাজুর সভাপতিত্বে ও সেক্রেটারি নোমান আহমদের পরিচালনায় কর্মসূচি উদ্ভোদন করেন মৌলভীবাজার জেলা শিবিরের সভাপতি ছাত্রনেতা নিজাম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন বড়লেখা শহর শিবিরের বায়তুলমাল সম্পাদক ইমদাদুল হক এমাদ, স্কুল কার্যক্রম সম্পাদক মো কলিম উদ্দিন, কলেজ কার্যক্রম সম্পাদক শামসুল আলম হাসান, পৌরসভা সভাপতি সাব্বির আহমদ, মুহাম্মদিয়া মাদরাসা শিবিরের সভাপতি আব্দুস সামাদ সাঈদ, সদর ইউনিয়ন উত্তর সভাপতি রিয়াজ উদ্দিন, সদর ইউনিয়ন দক্ষিণ সভাপতি তারেক খানসহ বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ।
বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।
প্রধান অতিথি ছাত্রনেতা নিজাম উদ্দিন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ রোপণের বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব ইতোমধ্যে আমাদের জীবনযাত্রায় নানা সমস্যা তৈরি করছে। তাই এখনই সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক ভয়াবহ পৃথিবী রেখে যেতে হবে।
তিনি আরও বলেন, এটি শুধু সরকারের বা পরিবেশবাদী সংগঠনের কাজ নয়; বরং সমাজের প্রতিটি স্তরের সামাজিক, রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের- মানুষকে এই উদ্যোগে এগিয়ে আসতে হবে। বেশি করে গাছ লাগাতে হবে এবং রোপিত গাছগুলোর যত্ন নিতে হবে।
আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং সবুজায়নের লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ ধরনের কর্মসূচি আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।