প্রায় সতেরো বছরের দৃঢ়তাকে শক্ত বাধনে আগলে রেখেছে তারা তারুণ্যের উচ্চাসে আজও তারা উদ্বেলিত সামাজিক দায়বদ্ধতা থেকে নীরবে নিভৃতে মানবিকতার অসম উদাহরণ রেখে চলেছে প্রচারবিমুখ একঝাক প্রাণবন্ত তরুণ যদিও বর্তমানে একেক পেশায় একেকজন নিয়োজিত তারপরও তারা ঐক্যে অটুট।
মৌলভীবাজারের বড়লেখায় পাথারিয়া ছোটলিখা (পিসি) মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ (২০০৬) এর আয়োজনে প্রবাসী বন্ধুদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে ৯টায় পৌর শহরের ইয়াম্মী প্যারাডাইসে সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও বিশ্বজিৎ দেব রনির সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ইফতেখার হোসেন চৌধুরী অপু, ইয়াম্মী প্যারাডাইসের পরিচালক নাদের আহমদ, আসিফ আহমদ, আব্দুল আজিজ, মিঠু দে, মিষ্টু দে, সুপ্রভাত সিলেট অনলাইন চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ নোমান, ব্যবসায়ী রাফসান আহমদ, সিদ্দিক আহমেদসহ ব্যাচের অন্যান্য সহপাঠীবৃন্দ।
এসময় দুবাই প্রবাসী বেলাল আহমদ ও হিফজুর রহমানের যুক্তরাজ্য গমণ উপলক্ষে পিসি উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ (২০০৬) সহপাঠীদের পক্ষ থেকে তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।
উল্লেখ্য, দেশ-বিদেশে অবস্থানরত পিসি (২০০৬ ব্যাচ) এসএসসি ব্যাচের সহপাঠীদের সার্বিক সহযোগিতায় ব্যাচের কয়েকজনের সমন্বয়ে মহামারি করোনাকালীন সময়ে নিম্ন আয়ের মানুষের সহযোগিতার মাধ্যমে মানবিক কল্যাণে বিশেষ ভূমিকা রাখে। তারা গত বছরের বন্যা দুর্গত এলাকায় মানুষের পাশে দাড়িয়েছে এবং প্রতিনিয়ত মানবিক কল্যাণে তাদের হাত প্রসারিত রয়েছে। প্রচারবিমুখ এই এসএসএসি (২০০৬) ব্যাচের মানবিক কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন