বড়লেখায় এইচএসসিতে পাশের হারে সেরা এম মুন্তাজিম আলী কলেজ

মৌলভীবাজারের বড়লেখায় এইচএসসি পরীক্ষায় এম. মুন্তাজিম আলী কলেজের ১৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে বিভিন্ন গ্রেডে পাশ করেছে ১১৭ জন। শতকরা পাসের হার ৮৮.৬৪ শতাংশ। পাশের হারে এবারও উপজেলার ছয়টি কলেজের মধ্যে প্রথম হয়েছে এম. মুন্তাজিম আলী কলেজ।

এদিকে শাহবাজপুর স্কুল এন্ড কলেজ ৭৬.৫৮, নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজ একটি এ-প্লাসসহ ৬৬.৬৫, বড়লেখা সরকারী কলেজ ৬২.১৬, সুজানগর পাথারিয়া কলেজ ৫৩.২৮ ও দাসেরবাজার আদর্শ কলেজের পাশের হার ৪৪.৩০। উল্লেখ্য, রবিবার (২৬ নভেম্বর) চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার সিলেট শিক্ষা বোর্ডের পাশের হার ৭১.৬২ শতাংশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ডিএস/বিআরএন

Explore More Districts