মোহাম্মদ সেলিম
মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে সাড়ে ২৫ বছর পর আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী প্রথমবারের মতো বিজয় লাভ করেছে। যিনি নৌকার পালে বিজয়ের কেতন নিয়ে আওয়ামী লীগকে আলোকিত করেছেন তিনি হচ্ছেন ঢাকার বাদামতলীতে ফল ব্যবসায়ি সমিতির সভাপতি হাজি মো: সিরাজুল ইসলাম।
তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী ছিলেন বজ্রযোগিনী ইউনিয়নে বিএনপির সভাপতি মোঃ তোতা মিয়া মুন্সীর ছেলে চশমা প্রতীকের মোঃ শাহীন মুন্সী। এখানে এবার প্রথমবারের মতো ইভিএমে নির্বাচনে ভোট অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার ২৭ জুলাই বজ্রযোগিনী ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
গত বছরের ২৮ নভেম্বর বজ্রযোগিনী ইউনিয়নে বিএনপির সভাপতি মোঃ তোতা মিয়া মুন্সী এখানে বিরতিহীন পঞ্চমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। পরিশেষে চলতি অর্থ বছরের ৬ মে তিনি মারা গেলে এই উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। বজ্রযোগিনী ইউনিয়নে বিএনপির সভাপতি মোঃ তোতা মিয়া মুন্সী জীবিত থাকা অবস্থায়
এখানে আওয়ামী লীগের কোন প্রার্থী তার সাথে এখানে নির্বাচনে বিজয়ী হতে পারেনি।
এছাড়া ইতোপূর্বে বজ্রযোগিনী ইউনিয়নে বিএনপির সভাপতি মোঃ তোতা মিয়া মুন্সীর পূর্ব পুরুষ এখানে তাকেসহ ৫৩ বছর ধরে বজ্রযোগিনী ইউপিতে ৫৩ বছর ধরে জনপ্রতিনিধি হিসেবে এলাকায় শাসক হিসেবে শাসন করছে বলে জানা গেছে। সেই ধারায় এবার প্রথমবারের মতো ব্যতয় ঘটেছে বলে এখানকার ভোটাররা এ বিষয়টি দাবি করছেন।
এখানে এ নির্বাচনে সব মিলিয়ে ছয়জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেন। তারমধ্যে নৌকা প্রতীক নিয়ে অংশগ্রহণ করেন হাজী মোঃ সিরাজুল ইসলাম। স্বতন্ত্র প্রার্থী হিসেবে চশমা প্রতীকে মোঃ শাহীন মুন্সী, মোটর সাইকেল প্রতীকে আবু সিদ্দিক, ঘোড়া প্রতীকে মোঃ মামুন বেপারী,
আনারস প্রতীকে মোঃ সুজন ও অটোরিক্সা প্রতীকে মোঃ হাসান প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে নৌকার ও চশমা প্রতীকের প্রার্থীরা নির্বাচনী মাঠে প্রচারণায় থাকলেও অন্য চারজনকে নির্বাচনী মাঠে দেখা যায়নি।
এ নির্বাচনে মোট ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ছিল ১৬৮৭১জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ছিল ৮৮৯২জন ও মহিলা ভোটার ছিল ৭৯৭৯জন। এ নির্বাচনে ভোটাররা ভোট প্রদান করেছে ৯৪০৮ জনে। তার মধ্যে নৌকা প্রতীক পেয়েছে ৬৫৭৭টি। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি চশমা প্রতীকে পেয়েছে ২৬৩০টি। স্বতন্ত্র মোটর সাইকেল প্রতীকে ৮৭টি, ঘোড়া ১৬টি,
আনারস ৫৫টি ও অটোরিক্সা প্রতীকে ৪৩টি। নৌকা প্রতীক ৩৯৪৭টি বেশি ভোট পাওয়ায় মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বেসরকারীভাবে হাজী মোঃ সিরাজুল ইসলামকে বিজয়ী ঘোষণা করেছেন।