বজ্রপাতে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

বজ্রপাতে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় বজ্রপাতে স্বামী-স্ত্রীর এক সাথে মর্মান্তিক মৃত্যু হয়েছ। মঙ্গলবার সন্ধ্যায় ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন সাহেবের আলগা ইউনিয়নের সাহেবের আলগা গ্রামে এ ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহতরা হলেন স্থানীয় কৃষক জাহাঙ্গীর হোসেন (৪৪) ও তার স্ত্রী রুবি খাতুন (৩৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, টিনশেড ঘরের ভেতরে অবস্থানকালে বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই প্রাণ হারান জাহাঙ্গীর ও তার স্ত্রী। তাদের তিন সন্তান পাশের ঘরে থাকায় তাদের কোনো ক্ষতি হয় নাই। তবে মা-বাবাকে হারিয়ে মুহূর্তেই অনাথ হয়ে যায় শিশু তিনটি। নিহত দম্পতির চার সন্তানের মধ্যে একজন কন্যার বিয়ে হয়ে গেছে।

সাহেবের আলগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মোজাফফর হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ ঝোড়ো হাওয়া ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাত সরাসরি জাহাঙ্গীরের টিন সেট ঘরে আঘাত হানলে ঘটনাস্থলেই প্রাণ হারান দম্পতি। সন্তানরা অক্ষত থাকলেও এ ঘটনায় পরিবারটি বিধ্বস্ত হয়ে গেছে।

এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয়রা জানান,সন্তানদের বুকফাটা কান্না ও বাবা-মাকে হারানোর বেদনায় সবাই বাগরুদ্ধ হয়ে পড়েছেন।

উল্লেখ্য, সাহেবের আলগা ইউনিয়নটি ব্রহ্মপুত্র নদ দ্বারা পরিবেষ্টিত একটি দুর্গম দ্বীপ ইউনিয়ন। এখানকার মানুষের জীবনযাত্রা সব সময়ই নানা দুর্ভোগের মধ্য দিয়ে কাটে। একই পরিবারের স্বামী স্ত্রী দুই জনের মৃত্যুতে শোকাবহ পরিবেশ বিরাজ করছে সমগ্র এলাকায়।

১ অক্টোবর ২০২৫
এ জি

Explore More Districts