২৬ June ২০২৫ Thursday ৭:১২:৪৩ PM | ![]() ![]() ![]() ![]() |
জাহিদুল ইসলামঃ বঙ্গোপসাগরের ছখিনা উপকূলসংলগ্ন এলাকায় ‘এফবি মাওলা’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ট্রলারটি বরগুনার পাথরঘাটার জসিম কোম্পানির মালিকানাধীন। বুধবার (২৫ জুন) দুপুরে এ দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, তিন নম্বর সতর্ক সংকেত চলমান থাকায় সাগর বেশ উত্তাল ছিল। এমন অবস্থায় মাছ ধরা শেষে ট্রলারটি ঘাটে ফিরছিল। ফেরার পথে ছখিনার বড়াইয়ার চরের কাছে হঠাৎ চরে আটকে পড়ে। চরে প্রচন্ড তুফান থাকায় তাতে ধাক্কা খেয়ে ট্রলারটি ডুবে যায়।
তবে ট্রলারটিতে থাকা সব জেলে পাশের আরেকটি ট্রলারের সহায়তায় নিরাপদে ঘাটে ফিরে আসেন। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ডুবে যাওয়া ট্রলার এবং এর মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম সম্ভব হয়নি বলে জানিয়েছে মালিকপক্ষ। সাগর শান্ত হলে ট্রলারটি টেনে তোলার পরিকল্পনা রয়েছে।
মালিকপক্ষের একজন সদস্য জানান, “ঘাটে ফেরার পথে বড় ঢেউয়ে ট্রলারটি চরে উঠে যায় এবং তখনই ডুবে যায়। তবে আল্লাহর রহমতে সব জেলে নিরাপদে ফিরে এসেছে।
”এ বিষয়ে সংশ্লিষ্ট মৎস্য অফিস ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও সতর্ক নজরদারি রাখা হচ্ছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |