বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ফরিদপুর পৌরসভার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের ঝিলটুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে বঙ্গবন্ধু ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে আলিপুরের সাজেদা কবির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়।

প্রতিযোগিতায় ফাইনালে তারা মহিম সরকারি প্রাথমিক বিদ্যালয় কে টাইবেকার ৪-৩ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। অন্যদিকে বঙ্গমাতা ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টেপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফাইনালে তারা কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এর পূর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন উপজেলা শিক্ষা অফিসার নার্গিস জাফরী।

খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ফরিদপুর পৌরসভার মেয়র ও টুর্নামেন্টের সভাপতি অমিতাভ বোস। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার ২ নং প্যানেল মেয়র মতিউর রহমান শামীম, পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাহার জুবায়ের কনা প্রমুখ। এ ছাড়াও খেলায় বিভিন্ন প্রাথমিক স্কুলের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী বৃন্দ এবং খেলোযাড় বৃন্দ মাঠে উপস্থিত ছিলেন।

Explore More Districts