বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন গাজীপুরের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন ও তার ছেলে জাহাঙ্গীর – Daily Gazipur Online

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন গাজীপুরের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন ও তার ছেলে জাহাঙ্গীর – Daily Gazipur Online

মোঃ শাহজালাল দেওয়ান: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামাধিসৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনে নব নির্বাচিত মেয়র জায়েদা খাতুন। এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। রোববার সকালে গাজীপুর নিজ বাসবভন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন জায়েদা খাতুন। দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে পৌঁছে কাউন্সিলর ও প্রায় সহস্রাধিক নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জায়েদা খাতুনের ছেলে গাজীপুর সিটির সাবেক মেয়ের জাহাঙ্গীর আলমও তার সঙ্গে ছিলেন। গাজীপুর মহানগরের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন বলেন,গাজীপুর সিটি করপোরেশনের উন্নয়নের আমি সকলের সহযোগিতা নেব। সকলের সঙ্গে মিলেমিশে, সহযোগিতা নিয়ে উন্নয়নের কাজ করব। এই উন্নয়নের কাজে আমার ছেলে জাহাঙ্গীরও সঙ্গে থাকবে। জাহাঙ্গীর আলম বলেন, আমার মা মেয়র নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। নির্বাচনের মনোনয়ন ফরম কেনার পর আমি এসেছিলাম। সেসময় আমি শ্রদ্ধা শেষে দোয়া নিয়েছিলাম। আজ আমার মা-ও শ্রদ্ধা জানিয়ে দোয়া নিয়ে গেলেন। উনার (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) উছিলায় আমরাও যেন ভালো থাকতে পারি। আমরা মহান নেতা বঙ্গবন্ধুর কাছে এসেছি, নেত্রীর (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বাড়িতে এসেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা সহযোগিতা চাই। বহিষ্কারের বিষয় নিয়ে তিনি বলেন, ‘এটি আমার বিষয় না, এটি দলের বিষয়। দল যা ভালো বুঝবে সেটাই করবে।
উল্লেখ্য, গত ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খানকে ১৬ হাজার ১৯৭ ভোটে পরাজিত করেন জায়েদা খাতুন। টেবিল ঘড়ি প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। অন্যদিকে নৌকা প্রতীক নিয়ে আজমত উল্লা খান পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।

Print Friendly, PDF & Email

Explore More Districts