বঙ্গবন্ধুর সমাধিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপার্যের শ্রদ্ধা
আজকের গোপালগঞ্জ প্রতিবেদক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ সুলতান-উল-ইসলাম।
সোমবার দুপুরে তিনি জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অংশনেন তিনি।
এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চৌধুরী মোঃ জাকারিয়া, গণিত বিভাগের প্রফেসর ড. আশাফুল হক, রসায়ন বিভাগের প্রফেসর ড. তরিকুল হাসান, জেনেটিক ইঞ্জিনিয়ার বিভাগের সাবেক চেয়ারম্যান ড. জাকারিয়া জামান ববি, প্রফেসর ড. শহিদুল ইসলাম, ড. প্রদীপ কুমার পান্ডে, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নবনিযুক্ত উপ-উপাচার্য বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এ জাতীয় আরো খবর..