বঙ্গবন্ধুর সমাধিতে এলজিইডির প্রশিক্ষণার্থী প্রকৌশলীবৃন্দের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে এলজিইডির প্রশিক্ষণার্থী প্রকৌশলীবৃন্দের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে এলজিইডির প্রশিক্ষণার্থী প্রকৌশলীবৃন্দের শ্রদ্ধা

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) -এর একদল প্রশিক্ষণার্থী প্রকৌশলী।
শুক্রবার (২২ অক্টোবর’২০২১) দুপুরে ৪২তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স (এলজিইডি) পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ার কোর্স ম্যানেজমেন্ট টিম ও প্রশিক্ষণার্থীদের টিম টুঙ্গিাপাড়ায় পৌছে বঙ্গবন্ধুর সমাধি সৌধেরবেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তারা পবিত্র ফাতেহা পাঠ শেষে বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদের রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য, সুস্বাস্থ্য,দীর্ঘায়ু কামনায় দোয়া-মোনাজাত করেন।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন ৪২তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের (এলজিইডি) পরিচালক মোঃ নুরুল আমিন, পিএইচডি, গোপালগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, সিনিয়র সহকারী প্রকৌশলী সরদার ইকরামুল কবীর, সদর উপজেলা প্রকৌশলী জাহিদুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা প্রকৌশলী ফয়সাল আহম্মেদ, কোটালীপাড়া উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাগচি, কাশিয়ানী উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান, মুকসুদপুর উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত প্রমুখ।
পরে তারা টুঙ্গিাপাড়া এলজিইডি কর্তৃক নির্মাণাধীন বাঘিয়ালকুল ঘাটলা, পাটগাতী বঙ্গবন্ধু বোট ল্যান্ডিং র‌্যাম্প, টুঙ্গিপাড়া শ্মশান, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ কমপ্লেক্সসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন।

এরপর প্রশিক্ষণার্থীবৃন্দ গোপালগঞ্জ এলজিইডি জেলা কার্যালয়ে পৌঁছালে নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হকের নেতৃত্বে অন্যান্য প্রকৌশলীগণ তাদের ফুল দিয়ে অভিনন্দন জানান। প্রশিক্ষণার্থীরা জেলা এলজিইডি ভবনের সৌন্দর্য বর্ধনের বিভিন্ন কর্মকান্ড পরিদর্শন করেন। পরে জেলা এলজিইডির সম্মেলন কক্ষে নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হকের সভাপতিত্বে প্রশিক্ষাণার্থীরা বিশেষ আলোচনা ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

এ জাতীয় আরো খবর..

Explore More Districts