
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, বঙ্গবন্ধুর জীবন চর্চা আমাদের মানবিক জীবনবোধ শেখায়। শোষণ বঞ্চনা থেকে বাঙালি জাতিকে মুক্ত করতে বঙ্গবন্ধু আজীবন লড়াই সংগ্রাম করেছেন। আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। অতি অল্প সময়ে পৃথিবীর অন্যতম সেরা সংবিধান উপহার দিয়েছিলেন এ জাতির পিতা।
বৃহস্পতিবার (১৭ মার্চ) ছাতক শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ছাতক উপজেলা প্রশাসন আয়োজিত মুক্তির উৎসব ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী মেলা এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ছাতক উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ছাতক পৌর সভার সাবেক মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ছাতক সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মঈনুদ্দিন আহমেদ, আওয়ামী লীগ নেতা সৈয়দ আহমদ, আফজাল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ প্রমুখ। পরে উপজেলা প্রশাসন আয়োজিত মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন তিনি।
এর আগে, ছাতক উপজেলা পরিষদ প্রাঙ্গণে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকসহ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং উপজেলার বিভিন্ন দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালে পুস্পস্তবক অর্পণ ও কেক কাটার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয়।
এসআর