সঞ্জু রায় : সিটি ব্যাংক ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস ডিভিশনে বাংলাদেশে প্রথম এডুকেশন ফিস কালেকশন পোর্টাল চালু করেছে। এই প্রকল্পে যাত্রা প্রথম চালু হলো বগুড়া আদর্শ কলেজের সঙ্গে যার লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে শহরের রোচাস রেস্টুরেন্ট আদর্শ কলেজ বগুড়া ও সিটি ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন সিটি ব্যাংক ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস ডিভিশনের রিজিওয়াল হেড মো. সাইফুল ইসলাম, দৈনিক জয়যুগান্তর এর প্রকাশক ও সম্পাদক এবং আদর্শ কলেজ বগুড়ার সভাপতি মো. নাহিদুজ্জামান নিশাদ, অধ্যক্ষ মো. রবিউল ইসলাম ও প্রভাষক মো. জাকিউল ইসলাম, সিটি ব্যাংকের এরিয়া ইনচার্জ মনিবুর রহমান কাজল, মনিটরিং অফিসার সাদিকুল ইসলাম, জয়যুগান্তর পত্রিকার বার্তা সম্পাদক মো. খোরশেদ আলমসহ অনেকে। এই ডিজিটাল ফি কালেকশন সিস্টেম শুরুর জন্য নিশাদ গ্রুপের চেয়ারম্যান নাহিদুজ্জামান নিশাদ ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে জানান, এই ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে আদর্শ কলেজ বগুড়ার ছাত্র-ছাত্রী ও অভিভাবক সিটি ব্যাংকের সকল ব্রাঞ্চ, আউটলেট ও অন্যসব ব্যাংকের ডেবিট বা ক্রেডিট ভিসা বা আমেরিকান এক্সপ্রেস কার্ডের মাধ্যমে কলেজের যাবতীয় ফি পরিশোধ করতে পারবে। সিটি ব্যাংকের গ্রাহকগণ নিজস্ব একাউন্ট হতে অতিরিক্ত চার্জ ছাড়াই ফিস পরিশোধ করতে পারবে যা সত্যিই অভাবনীয় একটি উদ্যোগ।