বগুড়ায় ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রী নিহত

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রী নিহত

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মনিষা রহমান স্বর্ণা (১৫) নামে এক স্কুল ছাত্রীনিহত হয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে শহরতলীর আকাশতারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্বর্ণা নারুলী ধাওয়াপাড়া এলাকার মোহাম্মাদ সোহেলের মেয়ে এবং চেলোপাড়া ইসলামিক মিশন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, দিনাজপুর থেকে সান্তাহারগামী দোঁলনচাপা এক্সপ্রেস ট্রেনটি আকশতারা এলাকা অতিক্রমের সময় মনিষা ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মনিষার পড়নে স্কুল ড্রেসে ছিল। কি কারণে ওই ছাত্রী আকাশতারা এলাকায় যায় সে বিষয়ে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেনি।

নারুলী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, নিহতের পরিবার থেকে সুনির্দিষ্ট কোন তথ্য এখনও পাওয়া যায়নি। রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Explore More Districts