বগুড়া জিলা স্কুলের আরও ১৮টি গাছ কেটে মাত্র ৩৫ হাজারে বিক্রি, কাটা পড়বে আরও

বগুড়া জিলা স্কুলের আরও ১৮টি গাছ কেটে মাত্র ৩৫ হাজারে বিক্রি, কাটা পড়বে আরও

শত বছরের ঐতিহ্যবাহী বগুড়া জিলা স্কুলের ফটক নির্মাণের জন্য আরও ১৮টি গাছ কাটা হয়েছে। প্রকাশ্য নিলামে এসব গাছের বিক্রিমূল্য দেখানো হয়েছে মাত্র ৩৫ হাজার টাকা। ফটকের সৌন্দর্যবর্ধনে আরও কিছু গাছ কাটা পড়তে পারে বলে জানিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এর আগে নতুন একাডেমিক ভবন নির্মাণের অজুহাতে ৫৫টি গাছ ১ লাখ ১৫ হাজার টাকায় প্রকাশ্য নিলামে বিক্রি করে দেওয়া হয়।

আজ মঙ্গলবার সকালে বগুড়া জিলা স্কুল চত্বরে গিয়ে দেখা যায়, সাতমাথা–সংলগ্ন বিদ্যালয়ের পুরোনো ফটকের জায়গায় নতুন করে অত্যাধুনিক ফটক নির্মাণের তোড়জোড় চলছে। এর আগে ৯ ফেব্রুয়ারি ওই ১৮টি গাছ কাটা শুরু করে কর্তৃপক্ষ।

জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের দেওয়া তথ্যমতে, ওই বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির বহু গাছ আছে। এসব গাছ গত শতাব্দীর ষাট, সত্তর, আশি ও নব্বইয়ের দশকের বিভিন্ন সময়ে রোপণ করা। এ ছাড়া শতবর্ষী কয়েকটি আম ও রেইনট্রিও ছিল।

Explore More Districts