বকশীগঞ্জে রিকশাচালকের বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও জমি দখল : অভিযোগ দায়ের – দৈনিক আজকের জামালপুর







শামীম আলম : জামালপুরের বকশীগঞ্জে এক রিকশাচালকের বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে। তারা হামলা চালিয়ে রিকশাচালক মাজেদের পরিবারের জাতীয় ভোটার আইডি কার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়।
গত বৃহস্পতিবার বকশীগঞ্জ পৌর এলাকার চর কাউনিয়া মাঝপাড়া উত্তর গ্রামের রিকশাচালক মাজেদের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় যুবলীগ নেতা আফজাল বিপ্লবের নেতৃত্বে সাহিদুল, শাওন সরকারসহ ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট করে ও জমি দখলের চেষ্টা করে। রিকশাচালক মাজেদের পরিবারের জাতীয় ভোটার আইডি কার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়।
এই ঘটনায় রিকশাচালক মাজেদ, তার বৃদ্ধা মা মাজেদা, ভাই হাবিবুর রহমান আহত হয়ে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। হামলার খবর পেয়ে সেনাবাহীনির সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে রিকশাচালকের মা মাজেদা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে।


Explore More Districts