
জিএম ফাতিউল হাফিজ বাবু : জামালপুরের বকশীগঞ্জে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেনকে শুভেচ্ছা স্মারক শুভেচ্ছা প্রদান করা হয়েছে। বকশীগঞ্জ চন্দ্রাবাজ রশিদা বেগম শিক্ষা কমপ্লেক্সের পক্ষ থেকে নবাগত ইউএনও শাহ জহুরুল হোসেনকে গত সোমবার ৮ সেপ্টেম্বর সকালে তার কার্যালয়ে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। স্মারক প্রদানকালে চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব রফিকুল ইসলাম, শেফালী মফিজ মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ জনাব আবদুর রশিদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব শ্যামল কুমার রায় সহ উপস্থিত ছিলেন। এসময় রশিদা বেগম শিক্ষা কমপ্লেক্সের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে ইউএনও শাহ জহুরুল হোসেনের সহযোগিতা কামনা করেন তারা। নবাগত ইউএনও প্রতিষ্ঠানটি পরিদর্শনের কথা জানান।