বকশীগঞ্জে মিথ্যা মামলায় আটককৃতদের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত – দৈনিক আজকের জামালপুর

বকশীগঞ্জে মিথ্যা মামলায় আটককৃতদের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত – দৈনিক আজকের জামালপুর




বকশীগঞ্জে মিথ্যা মামলায় আটককৃতদের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত – দৈনিক আজকের জামালপুর



বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে সরকারি চাল চুরির মামলায় জেল হাজতে থাকা দুই ব্যক্তির মুক্তির দাবি ও প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ গ্রামে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আল আমিন ও সাদ্দাম হোসেনের পরিবার। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য গোলাপী বেগম ও মোরশেদা গেম বলেন, গত ১৮ আগস্ট ১৬৫ বস্তা চাল টলি গাড়িতে নেওয়ার সময় বৃষ্টি হলে ১০ মিনিটের জন্য চালের বস্তা গুলো আমাদের বাড়িতে রাখা হয়। পরে চাল গুলো সরকারি একজন কর্মকর্তারা উদ্ধার করে থানায় নিয়ে যান। এঘটনায় আল আমিন ও সাদ্দাম হোসেনের নামে মামলা দেওয়া হয়। ওই মামলায় দুজনে বর্তমানে জেল হাজতে রয়েছেন। মামলায় তাদের জড়ানোর ঘটনায় তাদের মুক্তি দাবি করছি এবং এঘটনার প্রকৃত অপরাধী স্থানীয় চাল ব্যবসায়ী শামছুদ্দীনকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। মূলত চাল গুলো ডিলার লাবু ও ব্যবসায়ী শামছুদ্দীনের তাই তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় এলাকাবাসীও উপস্থিত ছিলেন।


Explore More Districts