বকশীগঞ্জে ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন – দৈনিক আজকের জামালপুর

বকশীগঞ্জে ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন – দৈনিক আজকের জামালপুর




বকশীগঞ্জে ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন – দৈনিক আজকের জামালপুর



জিএম ফাতিউল হাফিজ বাবু : জামালপুরের বকশীগঞ্জে ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির আওতায় ভোটারদের ছবি তোলার কাজ শুরু হয়েছে। গতকাল রোববার ১৬ মার্চ সকালে উপজেলা নির্বাচন অফিসের সার্বিক তত্ত্বাবধানে ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদে দুইদিন ব্যাপী ছবি তোলা কার্যক্রম উদ্বোধন করা হয়। দুই দিনে ধানুয়া কামালপুর ইউনিয়নের এক হাজার ২০০ জন ভোটার রেজিস্ট্রেশনের মাধ্যমে ছবি তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ভোটারের চোখের পরীক্ষা, হাতের ছাপ, নিজ হাতে সাক্ষর সহ ছবি তোলা হয়। সাত জন অপারেটর, এক জন টিম লিডার, এক জন টেকনিক্যাল পারসন ছবিসহ ভোটার হালনাগাদ কার্যক্রমে সহায়তা করছেন। উদ্বোধনকালে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা নির্বাচন কর্মকর্তা হামিদ ইকবাল, ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল সহ নির্বাচন অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন। বকশীগঞ্জ উপজেলার একটি পৌরসভা, সাত টি ইউনিয়নে ছবি সহ তালিকা হালনাগাদ কার্যক্রম আগামি ৭ এপ্রিল পর্যন্ত চলবে।


Explore More Districts