বকশীগঞ্জে অপরাধমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ওপেন হাউস ডে অনুষ্ঠিত – দৈনিক আজকের জামালপুর

বকশীগঞ্জে অপরাধমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ওপেন হাউস ডে অনুষ্ঠিত – দৈনিক আজকের জামালপুর




বকশীগঞ্জে অপরাধমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ওপেন হাউস ডে অনুষ্ঠিত – দৈনিক আজকের জামালপুর



বকশীগঞ্জ সংবাদদাতা ; জামালপুরের বকশীগঞ্জে মাদক, চোরাচালান, জুয়া, বাল্য বিবাহ, নারী নির্যাতন ও মানব পাচার প্রতিরোধ সহ অপরাধমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ১০ এপ্রিল বিকালে বকশীগঞ্জ থানা পুলিশের আয়োজনে বগারচর ইউনিয়নের ডাকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাসুদ আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম পিপিএম। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাজাহান শাওন, বগারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফি আলম, জামায়াত নেতা আলমগীর হাসান, শিক্ষক গোলাম কিবরিয়া মনু, ছাত্রনেতা ওয়ালিউল হাসান রাজু, ছাত্রনেতা সাদ আহমেদ রাজু , ছাত্রনেতা আমীর হোসেন প্রমুখ। ওপেন হাউস ডের আলোচনা সভায় মাদক, জুয়া ও, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, চুরি, ছিনতাই, বাল্য বিবাহ রোধ সহ ছোট ছোট সামাজিক সমস্যা দূরীকরণ এবং জুরুরী সেবা পেতে ৯৯৯ নম্বর এর কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও সুধী সমাজের প্রতিনিধিরা ওই সভায় উপস্থিত ছিলেন।


Explore More Districts