বইমেলা উপলক্ষে সাংবাদিকদের সাথে গাইবান্ধা জেলা প্রশাসনের প্রেস কনফারেন্স

বইমেলা উপলক্ষে সাংবাদিকদের সাথে গাইবান্ধা জেলা প্রশাসনের প্রেস কনফারেন্স

বইমেলা উপলক্ষে সাংবাদিকদের সাথে গাইবান্ধা জেলা প্রশাসনের প্রেস কনফারেন্স

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রনালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় গাইবান্ধায় ৩০ ডিসেম্বর থেকে ২রা নভেম্বর ৪ দিনব্যাপী “বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা” উপলক্ষে গাইবান্ধার স্থানীয় সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

৩০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক মো: আব্দুল মতিন। তিনি বলেন- বইমেলা আয়োজনে ইতিমধ্যে পত্র-পত্রিকা, লিফলেট, রেডিও সারাবেলা,স্থানীয় ক্যাবল নেটওয়ার্ক সহ মাইকিং মাধ্যমে প্রচারনা কার্যক্রম চলমান রয়েছে। মেলা প্রতিদিন বিকেল ৩ টা ৩০ মিনিট হতে রাত্রি ৮ টা অবধি জনসাধারনের জন্য উন্মুক্ত থাকবে। ৪ দিন ব্যাপী মেলায় গাইবান্ধার সংশ্লিষ্ট দপ্তর, পুস্তক বিক্রেতা সমিতির বিভিন্ন লাইব্রেরী মালিকগন মিলে ২৫ টি ষ্টল অংশগ্রহণ করবে। এর মধ্যে শ্রেষ্ঠ ষ্টলসমূহকে পুরস্কার প্রদান করা হবে। বইমেলায় উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।মেলা নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানানোসহ আলোকিত, জ্ঞাননির্ভর, সংস্কৃতিমনস্ক মানবিক বাংলাদেশ বিনিমার্ণে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো: সাদেকুর রহমান, গাইবান্ধা জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছা: রোখছানা বেগম, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, এনডিসি এস,এম ফয়েজ উদ্দিন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ জাতীয় আরো খবর…

Explore More Districts