ফ্যাসিবাদী সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত দল ছিল জামায়াতে ইসলামী

ফ্যাসিবাদী সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত দল ছিল জামায়াতে ইসলামী

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে দাওয়াতী পক্ষ অভিযান-২০২৫ উপলক্ষে পুরান বাজারে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ এপ্রিল মঙ্গলবার বিকেলে চাঁদপুর শহরের পুরান বাজার বড় মসজিদের থেকে শুরু করে বিভিন্ন এলাকায় ব্যাপক দাওয়াতী কাজ এবং পথসভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর-হাইমচর আসনের সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারী জননেতা অ্যাডভোকেট মো: শাহজাহান মিয়া। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত দল ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৫ ই আগস্ট ছাত্র-জনতার যে ঐতিহাসিক বিপ্লব, সেই বিপ্লবের স্লোগান ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ। একটি ইসলামী সমাজ ব্যবস্থার মাধ্যমে জনগণের ভোটের অধিকার, ভাতের অধিকার সহ সকল অধিকার নিশ্চিত হবে।

আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার আমীর অ্যাডভোকেট শাহজাহান খান। উপস্থিত ছিলেন শহর জামায়াতের নেতা আলমগীর বন্ধুকশী, কাউছার মিয়াজী, মাসুম বিল্লাহ সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

বাংলাদেশের মানুষ গত ৫৩ বছরে এদেশে কোন কল্যাণ রাষ্ট্র দেখতে পায় নাই। বাংলাদেশের মানুষ দুর্নীতি, হত্যাকাণ্ড, লুটপাট এগুলি প্রত্যক্ষ করেছে। আপনারা যদি একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চান, জনগণের অধিকার চান, সুখী সমৃদ্ধ বাংলাদেশে বসবাস করতে চান তাহলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আসুন জামায়াতে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হই, জামায়াতে ইসলামের হাতকে শক্তিশালী করি।

তিনি আরো বলেন, স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচনসহ যে কোন নির্বাচনে আমরা যেন সৎ ও যোগ্য লোককে ভোট দিতে পারি, যাদের ভোট দিলে জনগণের ভাগ্য পরিবর্তন হবে। বিগত দিনে আমরা অনেক লোককে ভোট দিয়েছি, কিন্তু জনগণের ভাগ্য পরিবর্তন হয়নি। একটি ইসলামী সমাজ ব্যবস্থার মাধ্যমে জনগণের ভোটের অধিকার, ভাতের অধিকার সহ সকল অধিকার নিশ্চিত হবে। জামায়াতে ইসলামী এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চায়। আসুন সবাই মিলে জামায়াতে ইসলামীর সাথে ঐক্যবদ্ধ হই।

স্টাফ করেসপন্ডেট, ৩০ এপ্রিল ২০২৫

Explore More Districts