ফোনে ডেকে নিয়ে নারী দিয়ে মব সৃষ্টি, ছিনতাই

ফোনে ডেকে নিয়ে নারী দিয়ে মব সৃষ্টি, ছিনতাই

২৩ December ২০২৫ Tuesday ১১:৩২:০৪ PM

Print this E-mail this


মঠবাড়িয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

ফোনে ডেকে নিয়ে নারী দিয়ে মব সৃষ্টি, ছিনতাই

পিরোজপুরের মঠবাড়িয়ায় মোবাইল ফোনে ডেকে নিয়ে নারী দিয়ে মব সৃষ্টি করে হামলা ও টাকা ছিনতাই করেছে চিহ্নিত কয়েকজন সন্ত্রাসী। এ ঘটনায় আহত সঞ্জয় কুমার মিত্র (৪১) মঠবাড়িয়া থানায় সোমবার রাতে অভিযোগ করেছেন।

অভিযোগে জানা যায়, উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের সুভাষ মিত্রের ছেলে সঞ্জয় কুমার মিত্রর সঙ্গে মোবাইল ফোনে মো. রাজু নামে এক যুবকের পরিচয় হয়। গত শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজু তাকে সোনাখালী এলাকায় দেখা করার জন্য আসতে বলেন। তিনি সোনাখালী যাওয়ার পথে পাঁচশতকুড়া এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে মো. রাজু, রুপা আক্তার, সাদিয়া আক্তারসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন তাকে আটক করে। এরপর তারা তাকে এলোপাতাড়ি হামলা করে মারাত্মক জখম করে।

এ সময় তার পকেটে থাকা নগদ ২ হাজার টাকা, একটি ভিভো মোবাইল চার্জারসহ অন্যান্য মালামাল ছিনিয়ে নেয়। এ সময় সঞ্জয় মিত্রের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এ ঘটনায় সোমবার রাতে আহত সঞ্জয় মঠবাড়িয়া থানায় অভিযোগ করেন।

মঠবাড়িয়া থানার ওসি জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts