
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধ করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করবে ফেসবুকের একটি প্রতিনিধিদল।
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে বলেন, ফেসবুকের প্রতিনিধিদল নির্বাচন কমিশনের কাছে সাক্ষাতের সময় চেয়েছে।
সাক্ষাতের কারণ সম্পর্কে তিনি বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে যেন অপপ্রচার বন্ধ করা যায়, বৈঠকে সেবিষয়ে আলোচনা হতে পারে।
অপরদিকে ইসি সূত্রে জানা যায়, ফেসবুকের সিঙ্গাপুর অফিসের তিন কর্মকর্তা সিইসির সঙ্গে বৈঠক করবেন।
প্রতিনিধিদলের নেতৃত্ব দিবেন ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা’র বাংলাদেশবিষয়ক হেড অব পাবলিক পলিসি রুজান সারওয়ার।
সূত্র আরও জানায়, বিভিন্ন প্রচারমূলক কাজে সম্পৃক্ত হতে চায় ফেসবুক। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনকে ফেসবুক কীভাবে সহায়তা দিতে চায় সেই বিষয় নিয়েই আলোচনা হবে বৈঠকে।
এমকে