ফেনী | তারিখঃ December 5th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 597 বার

প্রেস বিজ্ঞপ্তি->>
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ফেনী সরকারি কলেজ শাখার আওতাধীন ৮টি ইউনিটের কমিটি ঘোষণা করা হয়েছে। ৪ ডিসেম্বর রোববার রাতে ফেনী সরকারি কলেজ ছাত্রদল এর আহবায়ক আব্দুল হালিম মানিক ও সদস্য সচিব আশিকুর রহমান আশিক সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি গুলো ঘোষণা করা হয়।
ইউনিট কমিটি গুলো হল, ১/একাদশ ও দ্বাদশ শ্রেণী শাখা, ২/ডিগ্রি বি.বি.এস শাখা, ৩/ডিগ্রি বি.এস.এস শাখা, ৪/ডিগ্রি বি.এস.সি শাখা, ৫/ ডিগ্রি বি.এ শাখা, ৬/সমাজবিজ্ঞানে বিভাগ, ৭/হিসাব বিজ্ঞান বিভাগ, ৮/বিজ্ঞান বিভাগ।
যারা যারা নেতৃত্ব আসছে তাদের নাম হিসাব বিজ্ঞান শাখা, (একাদশ ও দ্বাদশ শ্রেণী শাখা,) আহবায়ক-শাহাদাত হোসেন, সদস্য সচিব -আবদুল মাজেদ। (ডিগ্রি বি.বি.এস শাখা) আহবায়ক-মো. সামসুদ্দিন সদস্য সচিব-মো. মোস্তাক। (ডিগ্রি বি.এস.এস শাখা) আহবায়ক-নুর আলম সদস্য সচিব-সামিউল হাসান। (ডিগ্রি বি.এস.সি শাখা) আহবায়ক-নেওয়াজ উদ্দিন সদস্য সচিব- মো. ফয়সাল। (ডিগ্রি বি.এ শাখা,)আহবায়ক-মেহেদী হাসান, সদস্য সচিব-মতিউর রহমান আশিক। (সমাজবিজ্ঞানে বিভাগ) আহবায়ক-জহিরুল ইসলাম, সদস্য সচিব-সানজিদা নবী। (হিসাব বিজ্ঞান বিভাগ) আহবায়ক-মনজুর আলম, সদস্য সচিব হাবিবুর রহমান। (বিজ্ঞান বিভাগ) আহবায়ক-মহি উদ্দিন, সদস্য সচিব -ওমর শরিফ সাগর।
ফেনী সরকারি কলেজ ছাত্রদল সদস্য সচিব আশিকুর রহমান আশিক জানান, দুইজন নারী নেত্রী সহ মোট ৩৮ জনের আংশিক কমিটি করা হয়।