
শহর প্রতিনিধি->>
ফেনী শহর পুলিশ ফাঁড়ি ইনচার্জ সুদ্বীপ রায় রাঙ্গামাটি জেলায় বদলি হয়েছেন। ফেনী থেকে রাঙ্গামাটি বদলি হওয়ায় জেলা পুলিশের পক্ষ থেকে রোববার তাঁকে বিদায় সম্মাননা জানানো হয়েছে।
পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স কক্ষে বিদায় সমাননা প্রদান করেন পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাঈনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রবিউল ইসলামসহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফেনী শহর পুলিশ ফাঁড়ি ইনচার্জ সুদ্বীপ রায়’র বিদায় উপলক্ষে তাকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেন পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী।
প্রসঙ্গত, ফেনী শহর পুলিশ ফাঁড়ি ইনচার্জ সুদ্বীপ রায় এর আগে ছাগলনাইয়া থানায় পরিদর্শক (তদন্ত) পদ সহ জেলা পুলিশের বিভিন্ন থানায় বিভিন্ন সময়ে একাধিক পদে কর্মরত ছিলেন।
Sharing is caring!