ফেনী | তারিখঃ September 11th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 10818 বার

শহর প্রতিনিধি->>
ফেনী শহর জুড়ে বিভিন্ন স্থানে অগোছালো ফাইবার শৃঙ্খলে আনতে ক্ল্যাম স্থাপন কার্যক্রম উদ্বোধন করেছেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। সোমবার বিকালে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ফেনী পৌরসভা একটি দৃষ্টিনন্দন শহর। এ শহরকে পরিস্কার ও পরিচ্ছন্ন রাখতে ফেনী পৌর পরিষদ কাজ করে যাচ্ছে। কিন্তুুু শহর জুড়ে ইন্টারনেট, ডিস ও জেনারেটরের বিভিন্ন প্রকারের ক্যাবল শহরের সৌন্দয্য নষ্ট করছে। তাই আমরা শহরের সকল ফাইবার মালিকদের সাথে কথা বলে এটিকে শৃঙ্খলিত করতে ক্ল্যাম স্থাপন কার্যক্রম হাতে নিয়েছি। এর মাধ্যমে ফেনী শহরের সৌন্দয্য আরো বিকশিত হবে।
সিটি ক্যাবল ফোরামের আহ্বায়ক এমএ কাফি দিদারের সভাপতিত্বে উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন, সিটি ক্যাবল সিকিউরিটি ফোরামের সদস্য ইউছুপ রহমান রুমন, কাজী মঞ্জুর মোর্শেদ, কেরামত আলী রনি, শফিকুর রহমান, আবৃল হোসেন, মহিউদ্দিন মুরাদ, আলাউদ্দিন ইউসুফ রহমান রুবেল, কাজী শাহ আলম রিপন।
সিটি ক্যাবল ফোরামের আহ্বায়ক এমএ কাফি দিদার জানান, ফেনী পৌর এলাকায় দৃষ্টিনন্দন পরিবেশ গড়ার লক্ষ্যে শহর জুড়ে অগোছালো ফাইবার নির্দিষ্ট স্থানে ক্লাম স্থাপনা করার জন্য কার্যক্রম শুরু হয়েছে।