ফেনী পৌর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সালমা মজুমদার আর নেই – prothom-feni.com

ফেনী পৌর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সালমা মজুমদার আর নেই – prothom-feni.com

শহর প্রতিনিধি->>

ফেনী পৌর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সালমা মজুমদার ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ঢাকার একটি বেসরকারী হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সালমা মজুমদার ছাগলনাইয়া উপজেলায় মহামায়া ইউনিয়নের উত্তর সতর গ্রামের ওবায়দুল্লা মজুমদার বাড়ির আবু আহমদ মজুমদারের তৃতীয় মেয়ে।

সালমার স্বজনরা জানায়, তিনি লিভার সমস্যা নিয়ে কয়েকদিন পূর্বে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। এর আগে তার গর্ভে সন্তান মারা যাওয়ার পর তিনি ওই হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লায়লা জেসমিন বড়মনি।

নেতৃবৃন্দ সালমার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

Sharing is caring!

Explore More Districts