ফেনী | তারিখঃ October 4th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 4046 বার

আদালত প্রতিবেদক->>
ফেনী জজ আদালতের নতুন এজলাস এর উদ্বোধন হয়েছে। বুধবার বিকেলে ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী ফিতা কেটে নতুন এজলাস উদ্বোধন করেন।
ফেনী জেলার দায়রা জজ আবু সালেহ মোহাম্মদ রুহুল ইমরান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি।
এসময় জেলা জজ আদালত ও ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকবৃন্দ, ফেনী জজ আদালতের পিপি হাফেজ আহমেদ, জিপি প্রিয় রঞ্জন দত্ত, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল বশরসহ আইনজীবী সমিতির নেত্রীবৃন্দ ও সুধিজন উপস্থিত ছিলেন।
পরে দোয়া পরিচালনা করেন আদালত মসজিদের ইমাম।