ফেনী | তারিখঃ September 25th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 5905 বার

নিজস্ব প্রতিনিধি->>
প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় এ বছর শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শুসেন চন্দ্র শীল। তিনি ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান।
রোববার (২৪ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ কমিটি জেলা পর্যায়ে নির্বাচিতদের নাম ঘোষণা করে। জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়।
বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠরা হলেন- ফেনী সদরের কালিদহ ইউনিয়নের উত্তর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. আমজাদ হোসেন (সহকারী শিক্ষক), ছাগলনাইয়ার চাঁদগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাশেদা আক্তার (সহকারী শিক্ষিকা), দাগনভূঞার গোপিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মীর মোশারফ হোসেন (প্রধান শিক্ষক), আর বি হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাপিয়া আচার্য (প্রধান শিক্ষিকা), সোনাগাজীর বগাদানা ইউনিয়নের বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোহাম্মদ আবুল কালাম আজাদ (শ্রেণি শিক্ষক), জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের মজিবুর রহমান মজুমদার (কর্মচারী), উপজেলা কর্মকর্তা ফুলগাজীর মো. আবুল কাশেম (সহকারী), ফেনী সদরের মোহাম্মদ খলিলুর রহমান (ইন্সট্রাক্টর), ফেনী সদরের নাজমা বেগম (উপজেলা শিক্ষা কর্মকর্তা), উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফেনী সদরের শুসেন চন্দ্র শীল, পরশুরামের ধনিকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় (শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়), ফেনী সদরের গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি)।
শ্রেষ্ঠ হওয়ার বিষয়ে ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল বলেন, স্বীকৃতি পাওয়ার জন্য কাজ করতে আমি বিশ্বাসী নয়। প্রত্যেকেই যে যার দায়িত্ব সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করলে আমাদের দেশ আরও এগিয়ে যাবে। দেশের সমৃদ্ধি তরান্বিত হবে। সেই বিশ্বাস নিয়েই আমি সব সময় ভালো কিছু করার চেষ্টা করি। তারপরও যাচাই-বাছাই কমিটির প্রতি আমি কৃতজ্ঞ। তারা আমার চেষ্টাকে মূল্যায়ন করে আমাকে জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ঘোষণা করেছেন।
মূলত, উপজেলা ও জেলা পর্যায় থেকে শুরু জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা কার্যক্রমে সৃষ্টিশীল কার্যক্রম পরিচালনা, উদ্ভাবন ও বিশেষ দক্ষতা প্রদর্শনের জন্য এ শিক্ষা পদক প্রদান করা হয়।