ফেনীর যুবলীগ নেতা পিটু বাহিনীর প্রধান পিটুকে কারাগারে প্রেরণ

ফেনী | তারিখঃ September 29th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 2948 বার

নিজস্ব প্রতিনিধি->>

ফেনীর পিটু বাহিনীর প্রধান যুবলীগ নেতা সাইফুল ইসলাম ওরফে আবদুল মোতালেব ওরফে পিটুকে (৩৫) ধরিয়ে দিয়েছেন সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

বৃহস্পতিবার দুপুরে ফেনীর পাঁচগাছিয়ার একটি মারামারির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান।

এর আগে বুধবার রাতে শহরের মাষ্টার পাড়াস্থ সাংসদের বাসভবন এলাকা থেকে পিটুকে পুলিশে তুলে দেন সাংসদ।

গ্রেপ্তার পিটু ফেনী পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মধ্যম আহম্মদপুর গ্রামের আবুল কালামের ছেলে। সে ফেনী পৌরসভার পুরাতন পুলিশ কোয়াটার এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। “পিটু বাহিনী” নামে তার একটি ক্যাডারা বাহিনী রয়েছে।

দলীয় সূত্র জানা যায়, তার বিরুদ্ধে সন্ত্রাস-চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অসংখ্য অভিযোগ রয়েছে। 

ওই সূত্রে আরও জানা যায়, এর আগেও পিটুকে জয়নাল হাজারী কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল হালিমের সঙ্গে অসদাচরণের অভিযোগে পুলিশে দিয়েছিলেন সাংসদ নিজাম হাজারী। পিটু উশৃঙ্খল লোকজন নিয়ে শহরের রামপুর এলাকায় আধিপত্য বিস্তার করে। এখানে দলীয় লোকজনও তার কাছে হেনস্তার শিকার হয়। সম্প্রতি দলীয় এক সভায় পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সঙ্গে অসদাচরণ করলে তিনি সাংসদ নিজাম হাজারীর শরণাপন্ন হন। একপর্যায়ে বুধবার রাতে পিটুকে শহরের মাস্টারপাড়ায় ডেকে নিয়ে পুলিশে সোপর্দ করেন সাংসদ নিজাম উদ্দিন হাজারী।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, সম্প্রতি ফেনীর শহরতলী পাঁচগাছিয়া বাজারে একটি বিকাশ দোকানে হামলা ও লুটের ঘটনায় জড়িত। তাছাড়া তার বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে, সেগুলো সম্পর্কে তাকে জিজ্ঞেসাবাদ করা হয়েছে। তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় ৮টি ও সোনাগাজী মডেল থানায় ২টি মামলা রয়েছে।

Explore More Districts