ফেনীর মুহুরী নদীর বাঁধে ভাঙন, লোকালয়ে ঢুকছে পানি

ফেনীর মুহুরী নদীর বাঁধে ভাঙন, লোকালয়ে ঢুকছে পানি

গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানে থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর দুটি স্থানে বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এর ফলে প্রবল গতিতে লোকালয়ে পানি ঢুকছে। তলিয়ে গেছে আমন ক্ষেত আর মাছের ঘের।

সোমবার (৭ আগস্ট) স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, রোববার রাত থেকে মসজিদের মাইকে ডেকে গ্রামের লোকজন একত্রিত করা হয়। এ সময় বরইয়া এলাকার বাঁধ রক্ষার চেষ্টা করা হয়েছে। পরে প্রায় চার ঘণ্টা চেষ্টা করেও পানির তীব্র স্রোতের কারণে রক্ষা করা যায়নি। প্লাবিত গ্রামগুলো হলো, দক্ষিণ বরইয়া, উত্তর দৌলতপুর, উত্তর বরইয়া, বিজয়পুর, সাহাপাড়া, দক্ষিণ দৌলতপুর।

ইউপি চেয়ারম্যান মো. সেলিম জানান, সোমবার সকাল থেকেই ক্ষতিগ্রস্তদের তালিকা করে শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে। এভাবে পানি বাড়তে থাকলে ফুলগাজী বাজারসহ অন্যান্য এলাকাও প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান জানান, সোমবার ভোর ৫টা থেকে বাঁধের বরইয়া ও দৌলতপুরের দুটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। পানি কমার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Explore More Districts