ফেনীর ফতেহপুরে কোটি টাকার ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক, ট্রাক জব্দ – prothom-feni.com

ফেনীর ফতেহপুরে কোটি টাকার ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক, ট্রাক জব্দ – prothom-feni.com

সদর প্রতিনিধি->>

ফেনীতে ১৯ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আবদুল মতিন (৬০) নামের এক ইয়াবা বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী ফতেহপুর এলাকায় একটি ট্রাক থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়।

আটক আবদুল মতিন ফেনীর ছাগলনাইয়া উপজেলার পশ্চিম ছাগলনাইয়া এলাকার ফজলুল করিম মাস্টারের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুরে পাকা রাস্তায় একটি বিশেষ চেকপোস্ট বসান র‌্যাব সদস্যরা। চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রাক (ফেনী-ট-১১-০৩৪৯) সন্দেহ হলে থামানোর সংকেত দেওয়া হয়। তবে ট্রাকটি র‌্যাবের চেকপোস্টের সামনে না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ধাওয়া করে গাড়িসহ মাদক বিক্রেতা আবদুল মতিনকে আটক করে। পরে তল্লাশিকালে ট্রাকের ড্রাইভিং সিটের নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১৯ হাজার ৪৭০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১০ হাজার ৬৭৬ টাকা উদ্ধার করা হয়। জব্দ করা হয় ট্রাকটি। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯৭ লাখ ৩৫ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক বিক্রেতা র‌্যাবকে জানায়, সে মূলত ড্রাইভিং পেশার আড়ালে দীর্ঘদিন ধরে সুকৌশলে মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) চট্টগ্রাম থেকে সংগ্রহ করে পরবর্তীতে ফেনী ও ঢাকার আশপাশের বিভিন্ন জায়গায় মাদক বিক্রেতা ও সেবনকারীদের কাছে বিক্রী করে আসছে।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের উপ-পরিচালক আব্দুল্লাহ আল জাবের ইমরান জানান, জব্দ মাদকদ্রব্যসহ আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় পাঠানো হয়েছে।

Sharing is caring!

Explore More Districts